শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বার্তা ভেসে উঠল মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে
মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটি স্লোগান ভেসে ওঠে। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ডিজিটাল স্ক্রিনের স্লোগানটিতে লেখা ছিল, ‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে চাই—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, ডিজিটাল স্ক্রিনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রীর এ স্লোগান যাঁরা প্রচার করেছেন, তাঁরা ফ্যাসিস্টদের দোসর। সিভিল সার্জন কার্যালয়ে কেন এমন লেখা ভেসে উঠল? এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিজেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিবিরকর্মী পরিচয় দিয়ে সিভিল সার্জন মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিপরীতে ছিলাম। ছাত্র অবস্থায় ছাত্রশিবিরের কর্মী ছিলাম। ডিজিটাল স্ক্রিনে যে লেখা ভেসে উঠেছিল, সেটি তামাক বিষয় নিয়ে লেখা ছিল। গত ৫ আগস্টের পর ডিজিটাল স্ক্রিনটির সুইচ বন্ধ ছিল। শনিবার রাতে নৈশপ্রহরী ভুলে সুইচটি চালু করে ফেলেন। এটি মানবিক ভুল ছিল। এটা জেনেশুনে দেওয়া হয়নি।’