দাউদকান্দিতে পদচারী–সেতুতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পদচারী–সেতু পারাপারের সময় অস্ত্র ঠেকিয়ে মাসুদ আলম (১৩) নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
মাসুদ আলম উপজেলার গলিয়ারচর মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী এবং চররামনগর গ্রামের ওমানপ্রবাসী আলমগীর হোসেনের ছেলে।
বসতবাড়ির নির্মাণকাজের জন্য মাসুদ আলম উপজেলার নৈয়াইর গ্রামের তার নানির বাড়ি থেকে ৩২ হাজার ৫০০ টাকা নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিল। পদচারী–সেতুতে ওঠার পর তিন কিশোর ছিনতাইকারী তার গতি রোধ করে পকেটে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পেন্নাই গ্রামের বাসিন্দা মো. রোকন বলেন, নিরাপত্তার জন্য শত শত লোক পদচারী–সেতু পারাপার হন। এ সুযোগে একদল কিশোর ছিনতাইকারী নিয়মিত এ ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। রাতের আঁধারে ছিনতাইয়ের ঘটনা বেশি হচ্ছে।
পদচারী–সেতুর ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, তিনি নিজের চোখে নিয়মিত এ ছিনতাইয়ের ঘটনা ঘটতে দেখছেন। কিন্তু ভয়ে কিছুই বলতে পারছেন না। আজ বুধবারের ছিনতাইয়ের ঘটনা তাঁর সামনেই ঘটেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে উপজেলার আঙ্গাউড়া মসজিদে আসরের নামাজের সময় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লোকজন চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে ছেড়ে দেন।