মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়িবহরে হামলা
যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও মাইক্রোবাস। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের মথুরাপুর মোড়ে ঘটনাটি ঘটে।
স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করেন, গতকাল রাতে নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁর গাড়িবহর মথুরাপুর মোড়ে পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য ও ভাগনে উত্তম চক্রবর্তীর নেতৃত্বে কিছু যুবক গাড়িবহরের ওপরে হামলা চালায়। এ সময় তাঁর বহরে থাকা ছয়টি মোটরসাইকেল ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে সুপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘আমরা তখন পাশের ইউনিয়নে নির্বাচন ক্যাম্পেইনে ছিলাম। তখন শুনতে পাই, ইয়াকুব আলী সাহেব তাঁর লোকজন নিয়ে নৌকার কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করি। মোটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুরের অভিযোগ ঠিক নয়।’
যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশের একাধিক দল সেখানে যায়। আইন অনুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।