পুকুরে ভাসছিল গলায় গামছা প্যাঁচানো লাশ, জানা যায়নি মৃত্যুর কারণ
রাজশাহীতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে নগরের শিরোইল এলাকার রেল কলোনির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছর।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘটনাস্থলের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন কয়েকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
ওসি আরও বলেন, ওই ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে গলায় চাপ কিংবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে। সেই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ের সন্ধানে কাজ চলছে।