খাগড়াছড়িতে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষের ঘটনায় আরও দুই মামলা
খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সদস্য শামীন চৌধুরী ও শিক্ষানবিশ আইনজীবী ইকু বাবু চাকমা সদর থানায় মামলা দুটি করেন। এর আগে এ ঘটনায় গত বুধবার একটি মামলা করে পুলিশ। এখন পর্যন্ত এসব মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনার দুই দিন পরও বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন আমলে নেয়নি পুলিশ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা মামলার জন্য একটি আবেদন করেছিলাম। কোন অদৃশ্য কারণে পুলিশ মামলা নিচ্ছে না, এটা তারাই বলতে পারবে।’
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ‘বিএনপির কাছ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। এলে আমরা অবশ্যই মামলা নেব। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
গত মঙ্গলবার খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, পৌরসভায় হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন ও পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনার পরদিন সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫৭ জন নেতা-কর্মীর নামে একটি মামলা করে জেলা সদর থানা-পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত ইকু বাবু চাকমা আজ সকালে ১০ জন নেতা-কর্মীর নামে একটি মামলা করেন। জেলা আওয়ামী লীগের সদস্য শামীন চৌধুরীও বিএনপির ৩৫৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন।