ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ

মরদেহপ্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে ইখলাস মোল‍্যা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম তারেক মোল‍্যা (২৮)। তিনি ইখলাস মোল্যার ছেলে এবং একই এলাকার বাসিন্দা। ঘটনার পর তারেক এলাকা ছেড়ে চলে গেছেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ইখলাসের সঙ্গে তাঁর ছেলে তারেকের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তারেক বাঁশ দিয়ে তাঁর বাবা ইখলাসের মাথায় আঘাত করেন। এতে ইখলাস গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই যশোর ২৫০ শয‍্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাঁকে। সেখানে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে তিনি বলেন, ছেলের বাঁশের লাঠির আঘাতে ইখলাসের মৃত‍্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।