কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিচ্ছেন না লতিফ সিদ্দিকী
টাঙ্গাইলের সখীপুরে আজ এক জনসভার মঞ্চে ছিলেন দুই ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ জনসভা আয়োজন করা হয়। সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় দুই ভাইয়ের বক্তব্য শুনতে মাঠটি কানায় কানায় ভরে যায়।
জনসভার প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে কোনো দিনই যোগ দেব না, তবে এই দলকে আজীবন সমর্থন করে যাব। গামছা হচ্ছে বাংলার সাধারণ মানুষের—কৃষক, শ্রমিক, জনতার মার্কা। দেশের রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় এখন নৌকার প্রয়োজন কমে গেছে। আমি চাই, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক। আগামী দিনেও শেখ হাসিনার শক্তি ও প্রধানমন্ত্রিত্ব অটুট থাক।’
সম্মেলনের প্রধান বক্তা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের মতো নির্বাচন আমি চাই না। পুলিশে সিল মারবে এমন ভোটে আমি সংসদ সদস্য (এমপি) হতে চাই না।’ কাদের সিদ্দিকী ৩০০ আসনেই কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী দেওয়ার ঘোষণা দেন।
নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে বিএনপি দাঁড়াচ্ছে না—অভিযোগ করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘বিএনপিতে কি একজনও মুসলমান নেই। ইসরাইলিরা গাজার মুসলিমদের হত্যা করছে। আমেরিকা বলছে, যে পর্যন্ত গাজা উড়িয়ে দিতে না পারবে, সে পর্যন্ত যুদ্ধ চলবেই। অথচ এই মুহূর্তে বিএনপি আমেরিকার পক্ষ নিয়েছে। আমার বোন শেখ হাসিনাকে আমি বলেছি, আমেরিকা আপনাকে কিছুই করতে পারবে না। তবে বাংলাদেশের মানুষ পারবে।’
তারেক রহমানকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না। তোমার মা খালেদা জিয়া অসুস্থ। তুমি লন্ডন থেকে দেশে এসে মায়ের সেবা করো। এ সময় যদি তোমাকে গ্রেপ্তার করে, সেই সময় আমি আমার বোনকে (শেখ হাসিনা) অনুরোধ করব, মায়ের সেবার জন্য তারেক রহমানকে ছেড়ে দেওয়া হোক।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কাদের সিদ্দিকীর সহোদর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রমুখ।