হাওরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে বোরো ধান কাটতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ওই কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মারা যাওয়া কৃষকের নাম আজাদ মিয়া (৫৮)। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা ছিলেন।
বাউধরন গ্রামের বাসিন্দা কৃষক ছালিকুর রহমান বলেন, কৃষক আজাদ বাড়ির পাশে নিজের জমির পাকা ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে কৃষকদের মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে আজাদ মিয়া তাঁর গ্রামের পাশে নলুয়ার হাওরে নিজের জমির ধান কাটার জন্য যান। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় স্ত্রী রুবিনা বেগম তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে হাওরের ধানখেতে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি থানায় নিয়ে যায়। আজ ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে হাওর এলাকার সাপ ও পোকামাকড়ের উৎপাতে কৃষকেরা ভুগছেন। ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়ে কৃষক আজাদ মিয়ার মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আজাদ মিয়ার ডান পায়ের হাঁটুর নিচে সাপের কামড়ের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষধর সাপের কামড়েই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।