‘সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল ভাইয়ের, হয়ে গেল পরপারের যাত্রী’

নিহত কাউছার মাঝি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কের পাশের খাদে গাড়ি উল্টে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মাঝেরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার মাঝি (২৮) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরভয়রা গ্রামের বাসিন্দা।

ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চরভয়রা গ্রামের বারেক মাঝির বড় ছেলে আল আমিন মাঝি (৪০) গতকাল রাতে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁকে নিয়ে সেখানে থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। এ জন্য রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করেন তাঁরা। রাতে কুয়াশা থাকায় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল চালকের। রাত তিনটার দিকে শরীয়তপুর-ডামুড্যা সড়কের ডামুড্যা উপজেলার মাঝেরটেক এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী খাদের পানিতে তলিয়ে গাড়ির ভেতর আটকে পড়েন। সড়কের টহল পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাউছার মাঝির মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় তাঁর ভাতিজি মুন্নি আক্তারকে (১৫) ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত কাউছারের ভাই আল আমিন বলেন, ‘অনেক বছর পর সিঙ্গাপুর থেকে গ্রামে ফিরছিলাম। সবাই পারিবারিকভাবে আনন্দে ছিলাম। সেই আনন্দ এখন কান্নায় রূপ নিয়েছে। ১২ জানুয়ারি সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আমার ভাই কাউছারের। সে এখন হয়ে গেল পরপারের যাত্রী।’

শরীয়তপুর-ডামুড্যা সড়কের ডামুড্যা উপজেলার মাঝেরটেক এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী খাদের পানিতে তলিয়ে গাড়ির ভেতর আটকে পড়েন
ছবি: প্রথম আলো

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম প্রথম আলোকে বলেন, কুয়াশা থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। পানিতে তলিয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা করা হয়নি। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে গাড়িটি উদ্ধার করেছেন।