পাবনায় বালুবাহী ট্রলির ধাক্কার পুলিশের কনস্টেবল নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

পাবনায় অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক কনস্টেবল। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রলির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রানা (২৮)। আহত হয়েছেন মো. মোস্তাফিজ (২৯)। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলে করে কনস্টেবল মাসুদ রানা ও মো. মোস্তাফিজ জেলা সদর থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারে বালুবাহী একটি ট্রলি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান। স্থানীয় লোকজন মোস্তাফিজকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রলির চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলিতে ওই বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ট্রলিগুলো বেপরোয়া গতিতে চলাচল করে।

শ্রীপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন বলেন, অদক্ষ চালকেরা বালু বহনকারী ট্রলি চালান। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। ট্রলি চলাচলের কারণে রাস্তারও অনেক ক্ষতি হয়। বালু ছিটকে পড়ে পরিবেশ নষ্ট হয়।