আবহাওয়া অনুকূলে থাকলে কাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিনে জাহাজ চলবে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল করবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী রাতে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর আজ রোববার বিকেলের দিকে সতর্কসংকেত প্রত্যাহার করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল সকালে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করবে। সকালে ‘এমভি বারো আউলিয়া’ নামে একটি জাহাজ টেকনাফের দমদমিয়া জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হওয়ার কথা আছে। সবকিছু ঠিক থাকলে আটকে পড়া পর্যটকদের ওই জাহাজে ফেরত আনা হবে।
এর আগে আবহাওয়া খারাপ থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আজ সকাল পর্যন্ত সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া তিন শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
আজ বিকেলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আগামীকাল সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিকেলের দিকে সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল আবার জাহাজ ও ট্রলার চলাচল শুরু হবে। সেন্ট মার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটকদের আগামীকাল জাহাজে করে ফেরত আনা হবে।