নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে হামলায় যুবক নিহত

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হারুন মিয়া (২৬)। তিনি কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
স্বজন ও স্থানীয় লোকজনের অভিযোগ, মামা ও মামাতো ভাইদের হামলায় হারুন মিয়া নিহত হয়েছেন। অভিযুক্ত মামার নাম মো. আবদুল হক মিয়া। তাঁর বাড়িও একই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন মিয়াদের সঙ্গে তাঁর মামার বাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। গতকাল সন্ধ্যার আগে হারুন তাঁর মামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর মামা মো. আবদুল হক মিয়ার ছেলেদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে মামাও সেখানে হাজির হন। একপর্যায়ে ছেলেদের পক্ষ নিয়ে আবদুল হক ভাগনে হারুনকে মারধর করেন। এ সময় জীবন বাঁচাতে হারুন দৌড়ে বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়েও হারুনের ওপর হামলা চালান তাঁরা। পরে স্থানীয় লোকজন হারুনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হারুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবারের লোকজন জড়ো হয়ে আবদুল হকের বাড়িতে হামলা চালানোর প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মো. আবদুল হক মিয়া ও তাঁর ছেলেরা পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, হারুন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।