শিবগঞ্জে হাতকড়া পরানো অবস্থায় আসামি ছিনতাই
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গাড়ি অবরোধ করে হাতকড়া পরা অবস্থায় ফারুক হোসেন সরকার (৩৮) নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বাজারে এ ঘটনা ঘটে।
ফারুক উপজেলার মোকামতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও ককটেল হামলার অভিযোগে করা বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনের একটি মামলার আসামি। তিনি উপজেলার জাবারীপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।
শিবগঞ্জ থানা-পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ফারুককে গ্রেপ্তারে শুক্রবার সন্ধ্যায় জাবারীপুর বাজারে অভিযান চালায় শিবগঞ্জ থানা ও মোকামতলা তদন্তকেন্দ্র থেকে যাওয়া পুলিশের একটি দল। ফারুককে আটকের পর পুলিশ হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। খবর পেয়ে এলাকার কয়েক শ বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি অবরোধ করেন। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় ফারুককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন এলাকাবাসী। পরিস্থিতি অনুকূলে না থাকায় আসামি ছাড়াই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। রাতে বগুড়া থেকে যাওয়া ডিবি পুলিশ এবং শিবগঞ্জ থানা–পুলিশ হাতকড়াসহ ফারুককে ধরতে দ্বিতীয় দফা অভিযান চালায়। ভোররাতে জাবারীপুর বাজার–সংলগ্ন স্থানীয় একটি বাঁশঝাড় থেকে হাতকড়া উদ্ধার হলেও পলাতক ফারুককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।