পালাতে গিয়ে দোকানে ঢুকে গেল গাঁজা বহনকারী মিনি ট্রাক, গ্রেপ্তার ৪
পুলিশ দেখে পালাতে গিয়ে গাঁজাভর্তি মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েন সিরামিকের দোকানে। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন খুলনার বটিয়াঘাটা থানার চাচির বুনিয়া গ্রামের মো. হানিফ শেখ (৪২) ও সাগর শেখ (২৮), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফরিদগঞ্জ গ্রামের মো. রাসেল ফকির (৩৬) এবং বাগেরহাটের মোংলা পৌরসভার কলেজ রোড এলাকার মিজান শেখ (৩২)।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, বগুড়া থেকে পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন চার মাদক ব্যবসায়ী। গতকাল রাত দুইটার দিকে বিএমএ গেট এলাকায় পৌঁছালে সেখানে থানা-পুলিশের টহল দলের একটি গাড়ি দেখতে পান চালক।
টহল পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি চট্টগ্রামের দিকে না নিয়ে বিএমএ গেট এলাকার ইউটার্ন দিয়ে ঘুরিয়ে ঢাকামুখী লেন ধরে পালাতে শুরু করেন তাঁরা। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি সিরামিকের দোকানে ঢুকে যায় পিকআপটি। পরে তিনি ও সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, জব্দ করা গাঁজার পরিমাণ ৯৮ কেজি। তাঁদের কাছে তথ্য ছিল, মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে। সে তথ্যের ভিত্তিতে তাঁরা পুলিশের দুটি দল মহাসড়কে মোতায়েন করে। মাদক পরিবহনকারী মিনি ট্রাকটি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করায় দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেন।