বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা, বাসচাপায় নিহত মাইশার লাশ পরিবারের কাছে
বাসচাপায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়ার প্রথম জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁর জানাজা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে এই জানাজায় বরিশাল বিভাগীয় কমিশনার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে মাইশার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এ সময় তাঁর সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। মেয়ের মৃত্যুর খবর শুনে সকালে মাইশার বাবা, মা ও স্বজনেরা বরিশালে পৌঁছান।
জানাজা শেষে মাইশার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন। তিনি বলেন, পরিবারের চাওয়া অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত হয়নি। তাঁর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পরে নেত্রকোনায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
এদিকে বাসচালক ও মালিককে গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ আছে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যান।
গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে মাইশা বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী নারায়ণগঞ্জ পরিবহনের বাস তাঁকে ধাক্কা দেয়। পথচারী ও শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে যান।