লক্ষ্মীপুরে ফরিদুন্নাহার লাইলীসহ তিন প্রার্থী সরে দাঁড়ালেন

ফরিদুন্নাহার লাইলী

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুন্নাহার লাইলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার  কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন তিনি। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে এবার জেলায় নতুন মুখ ছিলেন লাইলী।

এ ছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাকের পার্টির প্রার্থী শামসুল করিম খোকন ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী মনীন্দ্র কুমার নাথ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এবার লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তিনি লক্ষ্মীপুর জেলার মধ্যে আওয়ামী লীগের একমাত্র নারী প্রার্থী ছিলেন। এরপর নৌকার প্রার্থী পরিবর্তন নিয়ে দলে নানা রকম আলোচনা ও গুঞ্জন শুরু হয়। শেষমেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক দল ‘জাসদের’ মোশারফ হোসেনকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন খানসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরীসহ ১১ জন প্রার্থী রয়েছেন। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী মিয়া গোলাম ফারুকসহ ৬ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া লক্ষ্মীপুর-৪ আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তিনিসহ এ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন।

ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।’