ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ কর্মী ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ছবি: র‍্যাবের সৌজন্যে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম ফয়সাল। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের চকবাজার থানার ডিসি রোডের গণি কলোনি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। একাধিক হত্যা মামলার আসামি ও কিশোর গ্যাং নেতা ফয়সাল এলাকায় কিলার ফয়সাল হিসেবে পরিচিত।

ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন হত্যা, যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় ফয়সাল এর আগে গ্রেপ্তার হয়েছিলেন।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরের জেলা পরিষদ মার্কেটের সামনে এলে ফয়সালসহ আরও অনেকে গুলিবর্ষণ করেন। এ ছাড়া রামদা ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ছাত্রদের রক্তাক্ত করেন। এ সময় পায়ে গুলি লেগে আহত হয় মো. রবিন (১৪) নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার ডিসি রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। তাঁকে পরবর্তী ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।