ভারতে পাচারের সময় কুমিল্লায় আরও ৮৫০ কেজি ইলিশ জব্দ

৩৫টি বাক্সে ৮৫০ কেজি ইলিশ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিলছবি: বিজিবির সৌজন্যে

ভারতে পাচারের সময় কুমিল্লায় আরও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার বিকেলে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। এ নিয়ে কুমিল্লায় গত পাঁচ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো ইলিশ জব্দের খবর পাওয়া গেল।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন আজ রাত ৯টার দিকে প্রথম আলোকে বলেন, বিকেল ৫টার দিকে ভারতে পাচারের সময় পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব ইলিশ নিয়ে যাওয়া হচ্ছিল। বিজিবির অভিযানের খবর পেয়ে আসামিরা পালিয়ে যান। ৮৫০ কেজি ইলিশের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫২ হাজার টাকা। এসব ইলিশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ৪৪০ কেজি ইলিশ আটক করে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন শশীদল বিওপির একটি টহল দল।

এর আগের দিন বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ আটক করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন বুড়িচং উপজেলার খাড়েরা বিওপির সদস্যরা। তবে ইলিশ পাচারের চেষ্টার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আরও পড়ুন