মুন্সিগঞ্জে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ
মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন ও সদস্যসচিব মনিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। শহরের খানপুর বরফকল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিল্লারপুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে হামলার প্রতিবাদ ও সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্যসচিব মনিরুল ইসলাম। তিনি বলেন, বিনা ভোটের আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তারা বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। ক্ষমতা ধরে রাখতে পুলিশ প্রশাসন ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে সামনে এনে ব্যবহার করছে। তিনি আরও বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে। মুন্সিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারের গুন্ডা বাহিনীর অতর্কিত হামলা ও গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। দেশের মানুষ পরিবর্তন চায়। সরকারের সময় ফুরিয়ে আসছে। দমন-পীড়ন, হত্যা–নির্যাতন চালিয়ে যুবদলের নেতা-কর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে দাবিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাজমুল হক, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী, সাবেক সহসাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওসমান গণি, সদস্য নবী উল্লাহ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাফি উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ প্রমুখ।
গতকাল বুধবার মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দলটির নেতা-কর্মী, পুলিশ সদস্যসহ ৬৮ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।