সম্মেলনের এক মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। আগামী এক বছরের জন্য এই কমিটিতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তবে নতুন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়েছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রত্ব ধরে রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার লাংগুয়েজের একটি শর্ট কোর্সে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদরে। তিনি সদ্য বিলুপ্ত কমিটির গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক ছিলেন।
সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুরে। তিনি সদ্য বিলুপ্ত কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। গালিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রথম বর্ষে উত্তীর্ণ হলেও দ্বিতীয় বর্ষ আর টপকাতে পারেননি। পরে ড্রপআইট হয়ে ছাত্রত্ব হারিয়েছেন তিনি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভুয়া সনদে’ তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকোর্সে ভর্তি হয়েছেন বলে অভিযোগ আছে।
কমিটিতে ২০ জনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন মেজবাহুল ইসলাম, শাহিনুর ইসলাম সরকার, জাকিরুল ইসলাম, মঈনউদ্দিন রাহাত, মেহেদী হাসান (মিশু), মেহেদী হাসান (তায়েব), মামুন শেখ, নূর সালাম, আলতাফ সায়েম, আশিকুর রহমান, তাওহীদুল ইসলাম, তানভীর ইসতিয়াক, তামান্না আক্তার, আবুল বাশার আহমেদ, জান্নাতুল নাইমা আকন্দ, সামিউল আলম, মোমিন ইসলাম, শাখাওয়াত হোসেন, জুয়েল হোসেন ও মনু মোহন বাপ্পা।
আটজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ভাষ্কর সাহা, নাঈম আলী, নিয়াজ মোর্শেদ, আশিকুর রহমান (অপু), আবদুল্লাহ আল মামুন, তাজরিন আহমেদ, সাদেকুল ইসলাম ও শামীম হোসেন। এ ছাড়া ৯ জনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন, কাবিরুজ্জামান রুহুল, আল মুক্তাদির তরঙ্গ, প্রিয়াংকা সেন, ইমরান হোসেন, বুলবুল জোয়ার্দার, জোবায়ের আহমেদ, নাশরাত আর্শিয়ানা, জাহিদ হাসান ও কাইয়ূম মিয়া।
এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর।