পদ্মায় নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে দোহারের মৈনটঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সানি পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

তারিকুজ্জামান রাজধানীর হাজারীবাগের নীলাম্বর সাহা সড়ক এলাকার মো. হারুনুর রশিদের ছেলে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যকলা বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় তারিকুজ্জামান মৈনটঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন। ঘোরাঘুরির একপর্যায়ে তাঁরা নদীতে গোসল করতে নামেন। তবে গোসলে নামার পরপরই তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, প্রায় ১৭ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত তারিকুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।