আদমদীঘিতে নিজ ঘর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার আদমদীঘিতে রাকিব হাসান (২০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার তালশন গ্রামে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাকিবের লাশ উদ্ধার করা হয়।
রাকিব হাসান তালশন গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
রাকিবের বাবা বাবু হোসেন বলেন, গতকাল শুক্রবার রাতে তাঁর ছেলে রাকিব ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। আজ সকালে রাকিব ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি দোকানে চা–বিস্কুট খেতে যান। কিছুক্ষণ সেখানে থেকে পুনরায় বাড়িতে ফিরে আসেন। এ সময় মুঠোফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে নিজের ঘরে ঢোকেন রাকিব। আনুমানিক সকাল নয়টার দিকে তাঁর ছোট ছেলে রাকিবকে ডাকতে গিয়ে ঘরে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবের লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।