তৃতীয়বার সেতু থেকে খালে ঝাঁপ দিয়ে কিশোরটি আর উঠতে পারল না
মাদারীপুরের রাজৈরে সেতু থেকে খালের পানিতে ঝাঁপ দিয়ে সাকিবুল হাসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাখুল্লা এলাকার ফকিরবাড়ি সেতুর নিচে এ ঘটনা ঘটে।
সাকিবুল হাসান একই এলাকার আলমগীর মৃধার ছেলে। সে আমগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে পাখুল্লার খালে গোসল করতে যায় সাকিবুল। এ সময় তারা দুরন্তপনায় মেতে ওঠে। একপর্যায়ে ফকিরবাড়ি সেতুর ওপরে উঠে তারা খালের পানিতে ঝাঁপ দেয়। এভাবে পরপর দুবার ঝাঁপ দিয়ে উঠলেও তৃতীয়বার সাকিবুল খালের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমগ্রাম এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস প্রথম আলোকে বলেন, একদল কিশোর সেতুতে উঠে ঝাঁপাঝাঁপি করছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাকিবুল আর পাড়ে উঠতে পারেনি। পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা খালের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সাকিবুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, কিশোরটি সেতু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। পরে আর সাঁতরে পাড়ে উঠতে পারেনি। সাকিবুলের পরিবারও এমনটাই জানিয়েছে। এরপরও তারা কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।