জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয় ঘুরে ঘুরে তাঁরা ছবি নামান।
এ সময় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ ও সিনেট হলে থাকা দুটি ছবিও নামানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কটি অনুষদ ও আবাসিক হল থেকে দ্রুত শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতারা।
ছবি নামানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সদস্যরা ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে’, মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম, বাংলাদেশে এই ফ্যাসিস্ট মুজিববাদের ঠিকানা হবে না। মুজিবের ওপর ভিত্তি করে যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, তা ভেঙে দিতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিববাদকে মুছে ফেলা হয়েছে। এ জন্য আমরা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও মুজিবের চিহ্ন রাখা যাবে না। তারই ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনকে মুজিববাদ ও ফ্যাসিবাদের চিহ্নমুক্ত করেছে।’
এর আগে গত সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। সেই পোস্টে একটি ছবি যুক্ত করেন। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তুলেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
ছবিতে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছবিটি তুলেছেন, সেখানকার দেয়ালে আগে শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও এখন নেই। ওই ঘটনার পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়।