ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে না যাওয়া, বিভেদ-বিভাজনের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মৌলভীবাজারে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
‘মৌলভীবাজার রাইজিং’ নামের ওই সভা আজ শনিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজার এ সভার আয়োজন করে। জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের জেলা সার্চ কমিটির সদস্য ফাহাদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাস।
অনুভূতি ব্যক্ত করেন জুলাই অভ্যুত্থানে আহত দিলাল আহমদ, লিটন আহমদ ও শাহাব উদ্দিন। বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিলেট সার্চ কমিটির সদস্য আবদুর নূর তালুকদার। এ ছাড়া মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি প্রীতম দাস বলেন, ‘আমরা নির্বাচনব্যবস্থা, পুলিশ, আমলাসহ সব ক্ষেত্রে সংস্কার চাই। বারবার নির্বাচনের আন্দোলন ব্যর্থ হয়েছে। মানুষের সব আশা নিঃশেষ হয়ে গিয়েছিল। জুলাই অভ্যুত্থান মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। শেখ হাসিনাকে বিদায় করেছি। কিন্তু ফ্যাসিবাদী শাসকেরা যেভাবে বিভাজন সৃষ্টি করেছিল, প্রশাসনের বিভিন্ন স্থানে তাদের লোকজন বসিয়ে রেখেছিল, তারা সক্রিয় হয়ে উঠছে। তারা চাইছে, আমাদের মধ্যে বিভেদ হোক, বিশৃঙ্খলা হোক।’
প্রীতম দাস বলেন, ‘আমরা হয়তো আবু সাঈদদের ফিরিয়ে আনতে পারব না। কিন্তু আমরা শুধু একটা জিনিসই পারব। তাদের স্বপ্ন পূরণ করার জন্য, ফ্যাসিবাদ বিলুপ্ত করতে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে। আজ আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সে ফাঁদে পা দেননি।’
প্রীতম দাস বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের যুদ্ধ হচ্ছে, আমাদের যারা বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের বিরুদ্ধে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত যারা ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে।’