সংঘর্ষে নিহত ঢাকা কলেজছাত্র সবুজের দাফন সম্পন্ন

নিহত কলেজছাত্র সবুজ আলীর মায়ের আহাজারিছবি: প্রথম আলো

কোটা সংস্কারের আন্দোলন চলাকালে সংঘর্ষে নিহত ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীর দাফন আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টার দিকে নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ হয়। এরপর তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সবুজ আলীর জানাজায় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক প্রমুখ অংশ নেন।

গত মঙ্গলবার সবুজ আলী নিহত হন। তিনি ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা। তিনি ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

সবুজেরা চার ভাই–বোন। তাঁর বাবা বাহরাম বাদশা ঢাকার মানিকগঞ্জে রিকশা চালান। বড় ভাই নূর নবী স্ত্রীসহ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সবুজের ছোট বোন বাছিরনের বিয়ে হয়ে গেছে। সবার ছোট ভাই মো. শাহ সুলতান আলী মানসিক প্রতিবন্ধী। দরিদ্র পরিবারটির স্বপ্ন ছিল, সবুজ লেখাপড়া শেষে চাকরি করে সংসারের সচ্ছলতা আনবেন।