পিরোজপুরে সত্তরোর্ধ্ব বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘর থেকে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশের বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণা মণ্ডল ঘরে ঢুকে লক্ষ্মী রানীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। ঘরের পেছন থেকে সিঁধ কাটা ছিল।

লক্ষ্মী রানীর ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, ভোরে তিনি তাঁর মাকে হত্যার খবর পান। ঘরে খাটের ওপর তাঁর মায়ের হাত-পা বাঁধা মরদেহ পড়ে ছিল। তাপস কুমার জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক বিরোধ চলছে। এর জের ধরে তাঁর মাকে হত্যা করা হতে পারে বলে তাঁর ধারণা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।