ঝোড়ো বাতাস দেখে দৌড়ে বাড়ি ফিরছিল শিশুটি, গাছের ডাল পড়ে মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

পঞ্চগড়ে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. তুহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুণজোত গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তুহিন ওই এলাকার জনি ইসলামের ছেলে। সে জয়গুণজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই একটি ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় শিশুটি বাড়ির বাইরে ছিল। ঝোড়ো বাতাস দেখে শিশুটি দৌড়ে বাড়িতে যেতে শুরু করলে একটি গাছের ডাল ভেঙে শিশুটির মাথায় পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।