লালমনিরহাটে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, চার ঘণ্টা ভোগান্তি
রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাট কমিউটার-৩ যাত্রীবাহী ট্রেনের একটি বগি জেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগিটি লাইনচ্যুত হয়। এ কারণে লালমনিরহাট থেকে সান্তাহার ও লালমনিরহাট থেকে বিরলের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তি পোহাতে হয়েছে প্রায় চার ঘণ্টা। বিকেল ৫টা ৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়।
লালমনিরহাট রেলের উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাট কমিউটার-৩ ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়ে বেলা ১টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত প্রায় চার ঘণ্টা লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইনচ্যুত বগিটি ট্রাকে স্থাপন ও সরিয়ে নেওয়ার মাধ্যমে রেললাইনটি চলাচলের উপযোগী করা হয়েছে। এর মাধ্যমে চার ঘণ্টা পর লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিউটার-৩ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাটের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। এগুলো হচ্ছে লালমনিরহাট ও সান্তাহারের মধ্যে চলাচলকারী পদ্মরাগ এক্সপ্রেস, বুড়িমারী-লালমনিরহাট-সান্তাহারের মধ্যে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস এবং লালমনিরহাট থেকে বিরলের মধ্যে চলাচলকারী বুড়িমারী কমিউটার ট্রেন।
লালমনিরহাট রেল বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি বেলা দুইটায় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১টা ৩৫ মিনিটে লালমনিরহাটে আসার কথা ছিল। আর বেলা ৩টা ১০ মিনিটে লালমনিরহাট ও বিরলের মধ্যে চলাচলকারী ট্রেনটি লালমনিরহাট ছেড়ে যাওয়ার কথা ছিল।