বাগেরহাটে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরালের পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক গৃহবধূ (৫০) রাস্তায় ফেলে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুমারিয়া জোলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল আইচ শেখ (৫৫)। তিনি উপজেলার কুমারিয়া জোলা গ্রামের সবুর শেখের ছেলে ও স্থানীয় মহিষচরণী জেন্নাতিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে ওই ব্যক্তি তাঁর প্রতিবেশী ওই গৃহবধূকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লাথি মারতে থাকেন। ওই নারীকে মারধরের সময় স্থানীয় এক যুবক মুঠোফোনে গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন প্রথম আলোকে বলেন, মধ্যবয়সী এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি আবুল আইচকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।