তিন তরুণ হত্যা মামলায় গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে তিন তরুণ হত্যার ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ নগরের শিববাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

মোফজ্জল হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিন তরুণ নিহত হন। তাঁরা হলেন বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১)।

এ ঘটনায় গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম বাদী হয়ে ২২ জুলাই থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন একটি মহল অবৈধভাবে সরকার পতনের উদ্দেশ্যে ষড়যন্ত্র করে। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের পরিকল্পনা ও ষড়যন্ত্র অনুযায়ী বন্দুকধারী চার-পাঁচজন দুষ্কৃতকারী গুলি করে তিন তরুণকে হত্যা করে।

ওই ঘটনায় পুলিশের মামলার পর ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আকন্দ ও কৃষক দলের নেতা আবুল কাশেম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলা দুটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়। মামলাগুলো তদন্ত করছে ডিবি পুলিশ। তিন তরুণ হত্যায় প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার হলেন মোফাজ্জল হোসেন।