নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার বিকেলে জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া নড়াইলের সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে নিহত দুজন হলেন, নাচোল সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জানান, উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে বজ্রপাতে মৃত্যু হয় মোহাম্মদ উজ্জ্বলের। অন্যরা সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওসমান আলী। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলে আজ বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার গন্ধর্ব্যখালী মাঠে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষকের নাম আকুব্বার সরদার (৬২)। তিনি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন বলেন, দুপুরে বাড়ি থেকে মাঠে গরু চরাতে গিয়েছিলেন আকুব্বার সরদার। বেলা তিনটার দিকে তুমুল বৃষ্টি শুরু হলে তিনি একটি তালগাছের নিচে অবস্থান করেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলে মারা যান আকুব্বার। পরে স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
রাত আটটার দিকে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, আকুব্বারের লাশ বাড়িতে আনা হয়েছে।