বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে দুই দিন ধরে তরুণীর অনশন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর গ্রামের ওই ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নেন ওই তরুণী (২০)। আজ শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে অনশন করছিলেন তিনি।
ওই ছাত্রলীগ নেতার নাম শাহাবুল ইসলাম শাওন (২৫)। তিনি উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিয়ের দাবিতে তরুণীর অনশনের খবর পেয়েছেন। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওই তরুণীর দাবি, দীর্ঘ ছয় বছর ধরে শাহাবুলের সঙ্গে তাঁর প্রেম চলছে। তাঁর বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব এলেও শাহাবুল তাঁকে অন্য কাউকে বিয়ে করতে নিষেধ করেন। সেই সঙ্গে বিয়ে করার কথা বলে কালক্ষেপণ করে যাচ্ছিলেন। এরই মধ্যে গত বছরে ২৩ ফেব্রুয়ারি এবং এর দুই মাস পর তাঁর (তরুণীর) সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শাহাবুল। বিভিন্ন সময়ে বিয়ের চাপ দিলেও তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়ের দাবিতে শাহাবুলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। এরই মধ্যে শাহাবুল বাড়ি থেকে পালিয়ে গেছেন।
পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী বলেন, খবর পেয়ে বিকেলে স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। যেহেতু ছেলেমেয়ে উভয় প্রাপ্তবয়স্ক, তাই ছেলেকে বাড়িতে হাজির করে আলোচনার মাধ্যমে দুজনের বিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, শাহাবুল ইসলাম পলিপ্রয়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গতকাল তাঁর সঙ্গে ওই মেয়ের বিয়ের বিষয়ে কথা হয়েছে। মেয়েটিকে বিয়ে করতে তাঁকে পরামর্শও দেওয়া হয়েছে। আর আইনি প্রক্রিয়ায় যদি শাহাবুল দোষী সাব্যস্ত হন, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।