অটোরিকশা নিয়ে ঘোরাঘুরি করেন তাঁরা, সুযোগ পেলে তুলে নেন গরু-ছাগল

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরির অভিযোগে আটক ব্যক্তিরাছবি: সংগৃহীত

তাঁরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। আর সুযোগ পেলেই অটোরিকশায় তুলে নেন গরু-ছাগল। এভাবে অভিনব কৌশলে চুরি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারায় নারীসহ পাঁচজন ধরা পড়েছেন জনতার হাতে।

আজ মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট এলাকা থেকে তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাঁদের জিম্মায় নেয়।

আটক পাঁচজন হলেন পটিয়া উপজেলার মো. বাবুল (২৫), বোয়ালখালী উপজেলার মো. নেজাম (২৬), বাকলিয়া থানার মো. রাশেদ (২৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মোছাম্মৎ ইয়াছমিন (৫৫) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্র জানায়, মাসখানেক ধরে আনোয়ারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরির অভিযোগ উঠেছে। এ নিয়ে আনোয়ারায় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ ২৬ জানুয়ারি রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি থেকে আবদুর রহমান খানের গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় নিয়ে যায় চোরেরা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গরু চোর সন্দেহে জনতার হাতে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলার মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশায় তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন আর সুযোগ পেলে অভিনব কৌশলে ছোট আকারের গরু ও ছাগল সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যান।