রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষে একটি লাইনচ্যুত, বগি ক্ষতিগ্রস্ত

রাজশাহী রেলওয়ে স্টেশনে সিগন্যাল পয়েন্ট সমস্যার কারণে দুই ট্রেনের সংঘর্ষ। আজ দুপুরে তোলাছবি: সংগৃহীত

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এ ঘটনায় হতাহত না হলেও দুই ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শনিবার বেলা দুইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। এ সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মঈন উদ্দীন আজাদ বলেন, দুইটি ট্রেনের দুইটি কোচ লাইনচ্যুত হয়েছে। মোট চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে কোচগুলো উদ্ধারে রিলিফ ট্রেন এসেছে। কাজ শেষ রাত সাতটা, আটটা বাজতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই দুই ট্রেনের এ ঘটনায় বিকেলে চারটার পদ্মা এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল সূচি বিপর্যয় হয়েছে।