সৈয়দপুর বিমানবন্দরে ৬ ঘণ্টা পর ফ্লাইট চলাচল শুরু

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। এতে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে তোলাছবি: প্রথম আলো

ঘন কুয়াশায় আজ মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘণ্টা পর বেলা পৌনে একটার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, কুয়াশার কারণে সকালে ফ্লাইট নামতে পারেনি। বেলা পৌনে একটার দিকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চলাচলের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আজ ভোর থেকে বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এ কারণে ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কমে যায়। এই পরিস্থিতিতে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ভিজিবিলিটি ছিল মাত্র ৫০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।

এদিকে, ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সকালে নভোএয়ারের যাত্রী শহিদুল হক বলেন, দরকারি কাজে ঢাকায় যাওয়া প্রয়োজন, কিন্ত বিরূপ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না।

এয়ার অ্যাস্ট্রার যাত্রী সালমা বেগম বলেন, ‘সকালে ঠাকুরগাঁও থেকে এসেছি ফ্লাইট ধরার জন্য। এসে শুনি, কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল বিলম্ব হবে।’