বাড়ির নলকূপের পাশে গর্তে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির নলকূপের পাশে গর্তের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম তাওহীদ আহমেদ। সে একই এলাকার শরীফ মিয়ার ছেলে।

শিশুটির নানা মর্তুজ আলী বলেন, গতকাল দুপুরে তাওহীদকে খাবার খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিকেল ৪টার দিকেও তাকে বাড়ির আঙিনায় দেখা গেছে। তবে এর কিছুক্ষণ পর তাওহীদকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার আগে বাড়ির নলকূপের পাশে গর্তের পানিতে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রায়হান ফকির প্রথম আলোকে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। এরপরও ইসিজি করে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক বলেন, তাওহীদের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। ছেলেটি তাঁর একমাত্র সন্তান ছিল।