সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সূর্যের দেখা মিললেও বইছে হিমেল বাতাস
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আর উত্তরের হিমেল বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
তবে গত কয়েক দিন ঘন কুয়াশা ভেদ করে সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেলেও আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার পর দেখা মিলেছে সূর্যের। বেলা বাড়ার সঙ্গে ঝলমলে রোদের দেখা মিললেও অব্যাহত রয়েছে উত্তরের হিমেল বাতাস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস বলে বলছেন আবহাওয়াবিদেরা। তবে সকাল সকাল সূর্যের মুখ দেখা যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের ভেতর।
এবার পৌষের শুরু থেকেই উত্তরের এই জনপদে জেঁকে বসতে শুরু করে শীত। নামতে থাকে তাপমাত্রার পারদ। চারদিকে ঢেকে যায় ঘন কুয়াশায়। উত্তরের শীতল বাতাসে অনুভূত হতে শুরু করে হাড়কাঁপানো শীতের। কয়েক দিন ধরেই রাতের বেলা বৃষ্টির মতো টিপটিপ করে ঝড়তে শুরু করে ঘন কুয়াশা। রাতে কুয়াশার সঙ্গে ঝিরিঝিরি হিমেল বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা।
কয়েক দিন ধরেই বিকেল হতে না হতেই পঞ্চগড়ে বাড়তে থাকছে ঝিরিঝিরি হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঘন কুয়াশার দাপট। রাতের হিমেল বাতাসে অনুভূত হয় কনকনে শীত। রাত গভীর হওয়ার সঙ্গে ঘন কুয়াশা ঝড়ে টিপটিপ বৃষ্টির মতো। এতে তীব্র শীতে সকালবেলা বেড়ে যায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।
ভোরে পঞ্চগড় জেলা শহরে অটোরিকশা নিয়ে বের হওয়া চালক আবদুর রহিম বলেন, ভোরে যখন ইজিবাইক নিয়ে বের হন, তখন ঠান্ডায় হাত-পা কাঁপছিল। কুয়াশার কারণে সামনে কোনো গাড়ি আছে কি না, তা দেখাই যাচ্ছিল না। তবে সকাল সাড়ে ৭টার দিকে হালকা রোদ উঠতে শুরু করায় এখন কিছুটা ভালো লাগছে।
পঞ্চগড়ের করতোয়া নদীর পাথরশ্রমিক রবিউল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে নদীতে নেমে পাথর তুলতে কষ্ট হচ্ছে। আজ ঠান্ডা বাতাস বেশি। তবে সকাল সকাল রোদ ওঠায় পাথর তুলতে এসেছেন তিনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটা মৃদু শৈত্যপ্রবাহের আভাস। তবে তাপমাত্রা যদি ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টানা তিন দিন অবস্থান করে, তাহলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়।
রাসেল শাহ্ আরও বলেন, শুক্রবার কুয়াশা কম থাকায় এবং হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে গেছে। তবে সকাল সকাল সূর্য উঠলেও হিমেল বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে।