কাপাসিয়ায় আ.লীগের গোপন সভায় গিয়ে নিখোঁজ তরুণের লাশ মিলল নদীতে
গাজীপুরের কাপাসিয়ায় বিচ্ছিন্ন চরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের গোপন সভায় গিয়ে নিখোঁজ হওয়া শাওন ইসলামের (২৫) লাশ পাওয়া গেছে নদীর তীরে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শাওন পাশের নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামের দিদারুল ইসলামের ছেলে। গত শুক্রবার থেকে শাওন নিখোঁজ ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
শাওনের স্বজনেরা জানান, শুক্রবার কাপাসিয়ার শীতলক্ষ্যা ও বানার নদের মাঝখানো জেগে ওঠা বিচ্ছিন্ন ধাঁধার চরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের একটি গোপন সভায় শাওনকে নিয়ে যাওয়া হয়েছিল। নাশকতার পরিকল্পনার অভিযোগ ওই দিন দুপুরে সভায় অংশগ্রহণকারীদের অনেককে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। ওই ঘটনার পর শাওন বাড়ি ফেরেননি। ৪৮ ঘণ্টা পর শীতলক্ষ্যা নদীর তীরে তাঁর লাশ পাওয়া যায়।
রানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বেলা একটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়ে কাপাসিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে নদীর পূর্ব পাশে লাখপুর গ্রামের লোকজন এসে লাশের পরিচয় শনাক্ত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শাওনকে জোর করে ওই চরের গোপন সভায় নিয়ে যাওয়া হয়েছিল বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
শুক্রবার ধাঁধার চর থেকে আওয়ামী লীগের ১২ নেতা–কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে ওই দিন ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ওরফে হিরণ মোল্লার নেতৃত্বে গোপন সভায় হচ্ছিল। ওই সভায় শাওনকে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি স্বজনদের।
পুলিশ ও স্থানীয় লোকজন ওই দিন জানিয়েছিলেন, আওয়ামী লীগের ওই নেতা–কর্মীরা চরে বসে ১৬ ডিসেম্বর নাশকতার পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানতে পেরে কাপাসিয়ার শীতলক্ষ্যার তীরবর্তী গিঘাট ও আশপাশের এলাকার লোকজন ধাঁধার চরে গিয়ে তাঁদের আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই দিন রাতে ৫৯ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা।