নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়, খাদ্যমন্ত্রী ও এমপির বাসায় হামলা, অগ্নিসংযোগ

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলসহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রোড টু ঢাকা’ কর্মসূচি ঘিরে আজ সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় অবস্থান নেন। সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে আন্দোলকারীরা সেখান থেকে সামনে যেতে পারেননি। তবে বেলা তিনটার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখান থেকে সরে গেলে আন্দোলনকারীদের একটি অংশ প্রথমে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর শহরের সরিষাহাটির মোড়ে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। একই সময় শহরের পোস্ট অফিস পাড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন