মূল সনদের জন্য সমাবর্তনের অপেক্ষায় থাকতে হবে না বাকৃবির শিক্ষার্থীদের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার মূল সনদ উত্তোলনের জন্য এখন থেকে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরপরই তাঁরা মূল সনদ উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এত দিন মূল সনদ উত্তোলনে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো শিক্ষার্থীদের। এ জন্য ফল প্রকাশের পরও মূল সনদ না থাকায় অনেকে চাকরি বা উচ্চশিক্ষায় আবেদনে বিড়ম্বনায় পড়তেন। এতে মূল্যবান সময় ও সুযোগ হাতছাড়া হতো। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে নতুন এ সিদ্ধান্তে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, তাঁরা বহুদিন ধরে ফল প্রকাশের পরপরই মূল সনদ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অনেক সময় বিদেশে উচ্চশিক্ষার আবেদন বা সরকারি চাকরির আবেদনে মূল সনদ না থাকায় বিড়ম্বনায় পড়তে হতো। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে তাঁরা এখন অনায়াসে সময়মতো প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মূল সনদ তুলতে শিক্ষার্থীদের আগে সমাবর্তন পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের চাকরিবাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা ভেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরপরই মূল সনদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা চান, শিক্ষার্থীদের যাতে কোনো সময় অপচয় না হয়।