বৈসাবির দিনে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

বৈসাবির দিনে এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। খাগড়াছড়ি আদালত সড়কেছবি: প্রথম আলো

পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবির সময় এসএসসি পরীক্ষার তারিখ হওয়ায় রুটিন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ‘আদিবাসী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চহ্লাপ্রু মারমা। এ সময় শিক্ষার্থী উক্যনু মারমার সঞ্চালনায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাচিং মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের মানুষের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে উৎসব উদ্‌যাপন উপলক্ষে ছুটি দেওয়া ও এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান তাঁরা।