মাদারীপুরে গরুচোর সন্দেহে দুজনকে গণপিটুনি, পিকআপে আগুন
মাদারীপুরে গরুচোর সন্দেহে দুজনকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে গরু বহন করার একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার গুরুতর আহত দুজনকে পুলিশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছে। তবে তাৎক্ষণিকভাবে দুজনের নাম–পরিচয় জানা যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান শহরের থানতুলি এলাকায় আসে। তাঁরা থানতুলি এলাকায় গরু বিক্রি জন্য ক্রেতাদের সঙ্গে দরদামও করেন। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তাঁরা গরু বিক্রেতাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এর মধ্যেই ওই পিকআপ ভ্যানটি নিয়ে দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় কয়েক যুবক ওই পিকআপ ভ্যানটি ধাওয়া করতে থাকেন। তাঁরা পখিরা এলাকায় গিয়ে পিকআপ ভ্যানটি থামাতে সক্ষম হন। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে পিকআপে থাকা দুজনকে চোর সন্দেহে পিটুনি দেন। এ সময় তাঁরা পিকআপটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুরুতর আহত ওই দুজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।