জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কিল–ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কিল–ঘুষিতে ছোট ভাই হেলাল উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই আবদুর রহমানকে (৫২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান ও হেলাল উদ্দিন গণকপাড়া গ্রামের মৃত গনি কবিরাজের ছেলে। পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবদুর রহমান ছোট ভাই হেলালকে কিল–ঘুষি ও ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের উপরিদর্শক মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আবদুর রহমানকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে হেলাল উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।