এখন বেশি চাপাচাপির সময় নয়, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত: মাহমুদুর রহমান মান্না

নারায়ণগঞ্জে দলের আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদ একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয়, তা বাতিল করতে হবে। দেশ পরিচালনাসহ রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা তৈরিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তাঁদের সফল হতেই হবে। এই সরকারের পাশে থাকলেও সরকার যদি কোনো ভুল করে, তার সমালোচনাও করবেন বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় মাহমুদুর রহমান আরও বলেন, ‘গত ১৫ বছরের লড়াইয়ে রাজনৈতিক দলগুলো যা পারেনি, সেটা ছাত্র-জনতা করে দেখিয়েছেন। এতগুলো প্রাণ দেওয়ার প্রবণতা কোত্থেকে এল, এটা তো রাজনৈতিক দলগুলো করতে পারেনি। কিন্তু ছাত্র-জনতা পেরেছেন। এই যে আবেগ, সেই আবেগ আমাদের আগে বুঝতে হবে। ছাত্র-জনতা কী চাচ্ছেন, সেটা বুঝতে হবে। তারা পুরোনো দেশ দেখতে চান না, নতুন বাংলাদেশ দেখতে চান। তাঁদের আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার জন্য আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হয়েছে। আগের স্বেচ্ছাচারী, অত্যাচারী বিভীষিকাময় মৃত্যু উপত্যকা থেকে দেশ মুক্ত হয়েছে। এমন একটি দেশ যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারব, বসবাস করতে পারব—এমন একটি দেশ আমরা গড়তে চাই।’ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সরকার ভুল করলে সমালোচনা করব। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তাদের সাকসেসফুল হতেই হবে।’

বিগত সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে পুলিশকে ব্যবহার করেছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, তবে দেশকে একটি জায়গায় নিয়ে আসার জন্য পুলিশ ও গণমাধ্যমকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। আর বুদ্ধিজীবী যাঁরা, তাঁরা দেশকে আগামী দিনের দিশা দেবেন, দর্শন দেবেন। এখন গরম-গরম বক্তৃতা দিয়ে দাবিদাওয়া চাওয়ার সময় নয়।

অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির রোডম্যাপ দাবির প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘এখন বেশি চাপাচাপির সময় নয়। অন্তর্বর্তী সরকারকে কাজ করার সময় দেওয়া উচিত। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ প্রয়োজন আছে। তবে সেটা বাড়াবাড়ি সময় পর্যন্ত দেওয়া যাবে না। দেশটা কীভাবে গড়ে উঠবে, সেটা রাজনীতিকদের হাতেই ছেড়ে দিতে হবে। এখন পলিটিকসে মাসল, মানি চলবে না। এখন যাঁরা দখলবাজি করছেন, তাঁরা আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি পার্টি ডেমোক্রেসি হত্যা করেছে, এ কারণে মামলা হতে পারে। তার বিচার হতে পারে, শাস্তি হতে পারে।’

নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শিউলি সুলতানা, সাংগঠনিক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা মোশাহিদ আহাম্মেদ প্রমুখ।