নড়াইলে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নাগরিকদের মানববন্ধন

নড়াইলে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদালত সড়কেছবি: প্রথম আলো

নড়াইল শহরকে যানজটমুক্ত ও নতুন রেলস্টেশনে যাতায়াত সহজ করতে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদালত সড়কে এসব কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা।

‘নড়াইলের সচেতন নাগরিক সমাজ’ ও ‘নড়াইল উন্নয়ন আন্দোলন’ এ দুটি ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন রেলস্টেশনে যাতায়াতের জন্য ভালো কোনো সড়ক নেই, যেটি আছে সেটিও অনেক ঘোরানো–প্যাঁচানো। সড়কটি ব্যবহার করে শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষকে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। এতে ভোগান্তির পাশাপাশি শহরে যানজট বাড়বে। তাই নতুন বাসটার্মিনাল থেকে রেলস্টেশন হয়ে মাগুরা সড়কের সঙ্গে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে শরীফ মনির হোসেন নামের একজন বলেন, বর্তমানে রেলস্টেশন যাওয়ার জন্য দুর্গাপুরের মধ্য দিয়ে যে সংযোগ রাস্তাটি আছে, সেটি দিয়ে যাতায়াতে শহরে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের বিড়ম্বনায় পড়তে হবে। তাই সীতারামপুর থেকে নতুন বাস টার্মিনাল হয়ে রেলস্টেশনের পাশ দিয়ে মাগুরা সড়কের সঙ্গে বাইপাস সড়ক নির্মিত হলে এ সমস্যার সমাধান হবে।

মানববন্ধনে অংশ নেওয়া নাগরিকদের দাবি, নতুন বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশ থেকে রেলস্টেশন পর্যন্ত রেলের নির্মাণকাজে যে সড়কটি ব্যবহৃত হয়েছে, সেই সড়ক চলাচলের জন্য বাস্তবায়ন করতে হবে। এটি চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ সহজেই স্টেশনে যেতে পারবেন। অন্যথায় তাঁদের দুর্গাপুর ঘুরে রেলস্টেশনে যেতে হবে। এতে নড়াইল শহরে চাপ বেড়ে যানজট সৃষ্টি হবে।