কাপ্তাই হ্রদে ১৩ কিলোমিটার সাঁতারে প্রথম সাইফুল
সবুজে ঘেরা পাহাড়ের মাঝখানে হ্রদের স্বচ্ছ পানি। এতে সাঁতরে ১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রমের চেষ্টায় ২৬ প্রতিযোগী। ৩ ঘণ্টা ৫৪ মিনিট পর এক প্রতিযোগী সাঁতরে এই দূরত্ব অতিক্রম করে প্রথম হন। এরপর একজন একজন করে প্রতিযোগীরা পৌঁছান গন্তব্যে। গতকাল শনিবার রাঙামাটির কাপ্তাই হ্রদে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা ৪৭ মিনিটে সুবলং বাজার থেকে শুরু হয় প্রতিযোগিতা। সাঁতারুরা সেখান থেকে সাঁতরে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাটে পৌঁছান। প্রতিযোগিতায় প্রথম হন ২৯ বছর বয়সী সাঁতারু মো. সাইফুল ইসলাম। তাঁর বাড়ি বরগুনা জেলায়। সাইফুলের ৪১ মিনিট পর গন্তব্যে পৌঁছে দ্বিতীয় হন সাতক্ষীরার মো. তৌফিকুজ্জামান। তাঁর সাত মিনিট পর নির্ধারিত দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন এম ফেরদৌস আলম। এ ছাড়া প্রতিযোগিতায় মো. হাফিজুর রহমান চতুর্থ, জয়তু দাশ পঞ্চম, সোহাগী আক্তার ষষ্ঠ ও রাজেশ চাকমা সপ্তম হয়েছেন।
প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করা হাফিজুর রহমান রাঙামাটির লংগদু উপজেলার বাসিন্দা। তিনি বলেন, কাপ্তাই হ্রদে প্রতিবছর পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু হয়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাড়ছে। কাপ্তাই হ্রদে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের সাঁতার শেখাতে উদ্বুদ্ধ হবেন।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শামীম হোসেন বলেন, প্রথমবারের মতো কাপ্তাই হ্রদে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে ভালো সাঁতারু তৈরি হবে।