গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই: রংপুরে রুহুল কবির রিজভী

রংপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: মঈনুল ইসলাম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তাঁর মধ্যে এখনো হত্যা ও প্রতিহিংসার মানসিকতা রয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।

রুহুল কবীর রিজভী বলেন, হাজার হাজার শিশু, কিশোর, তরুণের রক্ত নিয়েও শেখ হাসিনা এখনো হত্যার নির্দেশনা দেন। শেখ হাসিনা ক্ষমতাকে চিরদিন নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮–তে নৈশকালীন নির্বাচন এবং ২০২৪–এ ডামি নির্বাচন করেছেন, যা ইতিহাসে বিরল ঘটনা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ওবায়দুল কাদের মানুষের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ মানুষ মারা যাবে বলে বলতেন। কিন্তু ৫ আগস্টের পর দেশে এ রকম কিছুই ঘটেনি।

দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত না। এটার পরিবর্তন একমাত্র দেশের চিকিৎসকেরা ঘটাতে পারেন। এ সময় তিনি ক্রিকেটার তামিম ইকবালের দেশে চিকিৎসার উদাহরণ দিয়ে তাঁর সুস্থতা কামনা করেন।

ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক খালেকুজ্জামান, সদস্যসচিব অধ্যাপক দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি আকমল হাবিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব শামসুজ্জামান সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্যসচিব শরিফুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল প্রমুখ।