বগুড়ায় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন শিশু।

মঙ্গলবার সকাল আটটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে বগুড়া সদর উপজেলার এরুলিয়া মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন অটোরিকশাচালক বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামের আমিনুল ইসলাম ওরফে তোতা (৫৪) এবং অটোরিকশার যাত্রী শিশু আশামণি (৭) ও খাদিজা বেগম (২)।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক মারা যান এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়। ওই দুই শিশু মা-বাবার সঙ্গে অটোরিকশায় করে বগুড়ার চারমাথায় যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থেকে যাত্রী নিয়ে বগুড়ার চারমাথায় আসছিল অটোরিকশাটি। এদিকে চারমাথা আড়তে মাছ বিক্রি করে ফিরছিল ভটভটি। এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা রাশেদ শেখ, তাঁর স্ত্রী জোসনা বেগম এবং তাঁদের দুই শিশুকন্যা আশামণি ও খাদিজা বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আশা ও খাদিজাকে মৃত ঘোষণা করেন।