দৌড়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দাদির হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় এক শিশু মারা গেছে। আজ রোববার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হলো কন্দর্পপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (৭)। তার লাশ স্থানীয় থানা-পুলিশের অনুমতি নিয়ে দাফন করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, আয়েশা তার দাদি জরিনা খাতুনের সঙ্গে বিকেল সোয়া পাঁচটার দিকে গ্রামের দোকানে গিয়েছিল। দোকান থেকে পণ্য কিনে বাড়ি ফেরার সময় দাদির হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে যায় আয়েশা। এ সময় হাসাদহ থেকে জীবননগরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকচালক মাজেদুল ইসলাম আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, শিশুটি দাদির হাত ছেড়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে চালক ট্রাকটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ট্রাক থামাতে গিয়ে চালকও মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় পরিবার কোনো মামলা করেনি।